Tuesday, April 10, 2018

রোমান্টিক গল্প

- আহারে কার আদরের পোলা জানি এইহানে এমনে পইড়া আছে। বাড়ি কই কেডা জানে?
- দেইখা তো মনে হয় নেশা করে। কোনো সন্ত্রাসী নাকি কেডায় কইবো? পুলিশ আইলেই কইতে পারবো কাহিনি কি।
হ্যা লোকগুলো ঠিকই বলেছে। একমাত্র পুলিশ এলেই বলতে পারবে আমার আসল পরিচয়। রাস্তার পাশের ধানক্ষেতে আমার আইডি কার্ডটা পড়ে রয়েছে। পুলিশ একটু খুঁজলেই পেয়ে যাবে।
গ্রামের এই মানুষগুলো আমাকে স্পর্ষ করতে পারবে না।
কারন একটা খুন হওয়া লাশকে পুলিশ ছাড়া অন্য কেউ ছুঁলে যে ছোঁবে তারও বিপদ হবে।
আমি আবির, ২৫ এপ্রিল দিবাগত রাত দুইটায় বেশকয়েকজন অাততায়ীর বেধড়ক পিটুনিতে মারা গিয়েছি।
আপনারা হয়তো ভাবছেন আমি যদি মারা গিয়েই থাকি তাহলে এখন কথা বলছি কিভাবে?
আসলে আমার জীবনটা অনেকটা টুইস্টেড কেবলের মত। শুধু প্যাঁচ আর প্যাঁচ। আমার জীবনের এই প্যাঁচালো গল্পটা শোনানোর জন্যই আমার আত্মাটা কিছুসময়ের জন্য জেগে উঠেছে।
গল্প বলা শেষ হলেই আবারো সে হাওয়ায় মিলিয়ে যাবে।
তাহলে শুরু করা যাক আমার গল্প।  click more